শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
দুর্বৃত্তদের হামলায় আহত শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১২:৫১ PM
বগুড়া পৌর শহরের চকফরিদ কলোনিতে সন্ত্রাসীদের হামলায় আহত আব্দুল বারী চান (৪০) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল বারী চকফরিদ এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ছিলেন। এছাড়া তিনি জেলা ছাত্রদলের সাবেক নেতা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, ১ অক্টোবর আব্দুল বারী আদালতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। ৩০০ গজ যাওয়ার পর তিনজন ব্যক্তি তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।

এসআই আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে মারা যান। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত