শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মাঠে জায়গা না পেয়ে পাশের সড়কে বিএনপি কর্মীরা
খান মাইনউদ্দিন, বরিশাল
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৫:৫৫ PM
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চলমান আন্দোলনে পুলিশের গুলিতে নেতাকর্মীদের নিহতের প্রতিবাদে বরিশালে বিএনপির পঞ্চম বিভাগীয় গণসমাবেশ চলছে।

শনিবার (৫ নভেম্বর) বরিশালে সমাবেশ করছে দলটি। নির্ধারিত সময়ের আগেই দুপুর ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়। গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন। বিএনপির এ গণসমাবেশ ঘিরে সকাল থেকে উত্তাল মিছিল আর স্লোগানের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে জায়গা না পেয়ে নগরীর বিভিন্ন রাস্তায় এবং শহরের ফাঁকা জায়গাগুলোতে অবস্থান নিয়েছে বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন রাস্তার মোড়ে তাদেরকে টহল দিতে দেখা গেছে। পটুয়াখালী থেকে সমাবেশে আসা কৃষক দলের নেতা মামুন হোসেন বলেন, বিএনপির গণসমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী নিয়ে এসেছি। মাঠে ঢুকতে না পেরে পাশের সড়কে অবস্থান করছি। গণসমাবেশের সভাপতি বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, অন্যান্য বিভাগের মতো বরিশালেও বাধা দিয়ে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। সমাবেশস্থল ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। বরিশালেও গণজোয়ার অব্যাহত রয়েছে। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত