সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেশবপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান অভয়নগর
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৮:২৭ PM

কেশবপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের মিফাইনাল খেলায় ২-১ গোলে অভয়নগর ফুটবল একাদশ যশোর ফুলবল একাদশকে পরজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার। আরো ছিলেন, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।

শনিবার (০৫ নভেম্বর) বিকেল ৩টায় কেশবপুর উপজেলা শহরের রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। প্রথম ৪৫ মিনিটের খেলায় যশোর ফুটবল একাদশ অভয়নগর ফুটবল একাদশকে ১ গোল দিয়ে এগিয়ে যায়। এরপর বিরতির পর দ্বিতীয় অধ্যায়ের খেলায় অভয়নগর ফুটবল একাদশ গোল শোধ করার পর, দুই একাদশের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আক্রমণ পাল্টা আক্রমনে অভয়নগরের খেলোয়াড়রা দ্বিতীয় গোল করে এক গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ২-১ গোলে খেলা শেষ হলে অভয়নগর একাদশ এক গোলে এগিয়ে থেকে কেশবপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ট্রফি তাদের ঘরে তুলতে সক্ষম হয়। এই খেলাটি প্রায় ৫ হাজার দর্শক উপভোগ করেন।

গত ১৪ আগষ্ট (২০২২) থেকে কেশবপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা শুরু হয়। ওই খেলায় যশোর - অভয়নগরসহ ৮ দল অংশ নেয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত