জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনাকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার বেলা সাড়ে ১১ টার বুড়াগৌড়াঙ্গ নদীর চরবিশ্বাস এলাকায় চরমোন্তাজ-গালাচিপা নৌ-রুটের যাত্রীবাহী দুই ট্রলারে অভিযান পরিচালনাকালে এসব মাছ পাওয়া গেছে।
কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুড়াগৌরাঙ্গ নদীতে জাটকা সংরক্ষণ অভিযান চালিয়ে ১৫ মন জাটকা মাছ জব্দ করা হয় এবং তা পরবর্তীতে এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
এবিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড রাঙ্গাবালী জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম আসলামুল হক পিও জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আগুনমুখা নদী সংলগ্ন চরবিশ্বাস এলাকায় অভিযান চালিয়ে ১৫ মন জাটকা উদ্ধার করেছি এবং তা পরবর্তীতে উপজেলা মৎস্য প্রতিনিধি উপস্থিতিতে প্রকাশ্যে এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
-বাবু/এ.এস