মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
যাত্রীবাহী ট্রলার থেকে ১৫ মন জাটকা জব্দ
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১০:৩৩ PM

জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনাকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার বেলা সাড়ে ১১ টার বুড়াগৌড়াঙ্গ নদীর চরবিশ্বাস এলাকায় চরমোন্তাজ-গালাচিপা নৌ-রুটের যাত্রীবাহী দুই ট্রলারে অভিযান পরিচালনাকালে এসব মাছ পাওয়া গেছে।

কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুড়াগৌরাঙ্গ নদীতে জাটকা সংরক্ষণ অভিযান চালিয়ে ১৫ মন জাটকা মাছ জব্দ করা হয় এবং তা পরবর্তীতে এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

এবিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড রাঙ্গাবালী জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম আসলামুল হক পিও জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আগুনমুখা নদী সংলগ্ন চরবিশ্বাস এলাকায় অভিযান চালিয়ে ১৫ মন জাটকা উদ্ধার করেছি এবং তা পরবর্তীতে উপজেলা মৎস্য প্রতিনিধি উপস্থিতিতে প্রকাশ্যে এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত