সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
আখাউড়ায় ৪ টিকেট কালোবাজারিকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ২:৩১ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ টিকেট কালোবাজারিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৬ নভেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৮৫টি আসনযুক্ত টিকেটসহ তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে বিভিন্ন অংকে জরিমানা ও অনাদায়ে কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের রানা মিয়া, নারায়পুর গ্রামের হিরন মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাদশা মিয়া ও স্বপন  মিয়া। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি চক্র রেলওয়ের কিছু অসাধু কর্মচারির সহায়তায় আখাউড়া স্টেশনে টিকেট কালোবাজারি করে আসছে। তারা একটি টিকেট ৪শ থেকে ৫ টাকা দামে বিক্রি করে। অনেক সময় যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে। এতে করে সাধারণ যাত্রীরা সঠিক দামে টিকেট সংগ্রহ করতে পারে না। সকালে আখাউড়া রেলওয়ে পুলিশের সহযোগিতায় আখাউড়া ষ্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময়  টিকেট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন গন্তব্যের ৮৫টি আসনের টিকেটসহ ৪ কালোবাজারিকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে বিভিন্ন অংকের জরিমানা ও অনাদায়ে কারাদন্ড প্রদান করা হয়। জরিমানা পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেয় আদালত।

এসময় আদালত আখাউড়া ষ্টেশনে টিকেট কালোবাজারি হওয়ায় বুকিং সহকারিদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। জাতীয় পরিচয়পত্র দেখে সঠিক ভাবে টিকেট বিক্রির নির্দেশ দেন। এবং টিকেট বিক্রির তথ্য সংরক্ষণ করার নির্দেশ দেন।

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় আটককৃদের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে। আমরা চাই আখাউড়া রেলওয়ে ষ্টেশনে যেন কোন টিকেট কালোবাজারি না হয়।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আলীম হোসেন শিকদার।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত