রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
নবীনগরে সালাউদ্দিনের স্বপ্ন ডেইরি ফার্ম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৬:০৬ PM
"মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে, স্বপ্নের মতোই মানুষের এগিয়ে চলা" আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগুলোই একদিন তার অধিষ্ঠিত লক্ষে পৌঁছে যায়" এমনই আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামে স্বপ্ন ডেইরি ফার্ম নামে গরুর ফার্মের ব্যবসা করে স্বপ্নের মতোই স্বাবলম্বী হওয়ার পথ সুগম হওয়ার দ্বারপ্রান্তে উদ্যোক্তা মো. সালাউদ্দিন।

কুড়িনাল গ্রামের মৃত মালু মিয়ার সন্তান মো. সালাউদ্দিন, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও মাকে নিয়ে তার পরিবার। সালাউদ্দিন রাজধানীতে বিভিন্ন ব্যবসা করেছেন দীর্ঘদিন এরপর তিনি নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের বাড়িতে চলে আসেন ব্যবসা ও জনসেবামূলক কাজ করার লক্ষে ইতোমধ্যে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে ০৭ নং ওয়ার্ড কুড়িনাল গ্রাম থেকে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন।

শনিবার সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১৭ সালে নিজ বাড়িতে তিন শতক জায়গায় গড়ে তোলেন  দুই শেডের একটি গরুর খামার এবং অল্প পুঁজিতেই গরুর বাছুর বিভিন্ন বাজার থেকে ক্রয় করে তার এই ফার্মে প্রাকৃতিক উপায়ে গরুগুলোকে মোটাতাজা করে আবার বিভিন্ন বাজারে নিয়ে এগুলো বিক্রয় করে আয় করে থাকেন। আর তার এই আয় থেকেই হয়ে থাকে যৌথ পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পরম মমতায় তিনি তিলতিল করে গড়ে তোলেন তার এই স্বপ্ন ডেইরি ফার্ম। এছাড়াও প্রাকৃতিক উপায়ে গরুর গোবর থেকে বায়োগ্যাস উত্তোলনের মাধ্যমে পরিবারের রান্না-বান্নার কাজের জন্য পরিবেশ বান্ধব চুলার মাধ্যমে পরিবারের নিয়মিত রান্নায় যোগান দেন।

উদ্যোক্তা সালাউদ্দিন জানান, যদি সরকারিভাবে সহযোগিতা বা ব্যাংক লোন পেলে ব্যবসা আরো প্রসারিত করতে পারবে এবং এতে একাধিক মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন, করোনায় আমরা এক হাজার উদ্যোক্তাকে প্রণোদনা দিয়েছি। সেই তালিকায় তার নাম আছে কিনা দেখা হবে। পাশাপাশি আমরা টিকা, তদারকি ও অন্যান্য কারিগরি সাপোর্ট দিয়ে সহযোগিতা করে থাকি।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত