চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ করেছে। রোববার (৬ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এই তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন এর নেতৃত্বে মোহনা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তাসরিফ-৪ নামে একটি যত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬শ’ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গারিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
বাবু/জেএম