নীলফামারীর ডিমলায় ৩০ পিচ চোরাই মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছেন ডিমলা থানা পুলিশ। দীর্ঘদিন থেকে চোর চক্রের কাছে অল্প দামে চোরাই মোবাইল ফোন কিনে নীলফামারী চড়াইখোলা দালালের বাজার এলাকায় ব্যবসা করে আসছে চন্দন রায়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশ চন্দন রায়ের মোবাইল ফোন ট্রাকিং করে ফারুক হোসেনের মুদির দোকান থেকে ৩০টি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেন। আটককৃতরা নীলফামারীর চোরাইখোলা হকলিপাড়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে ফারুক হোসেন (২৮), সংগলশী গ্রামের আমিনুর রহমানের ছেলে সাদিকুল ইসলাম (৪০), খোকশাবাড়ী সরকারপাড়া গ্রামের গিরিজা কান্ত রায়ের ছেলে চন্দন কুমার রায় (২১)।
ঘটনাটি ঘটেছে রোববার (৬ নভেম্বর) দিবাগত রাতে নীলফামারী চড়াইখোলা দালালের বাজারে। এ বিষয়ে ডিমলা থানার ওসি মো. লাইছুর রহমান ও ওসি তদন্ত বিশ্বদেব রায় বলেন, ডিমলার এক ব্যবসায়ীর ৫৫টি মোবাইল ফোন চুরির মামলার আসামির অনুসন্ধান করতে গিয়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনের মোবাইল ফোন ট্রাকিং করে তাদেরকে ধরতে সক্ষম হই।
ফারুক হোসেন দীর্ঘদিন থেকে চোরচক্রের কাছ থেকে মোবাইল ক্রয় করে স্বল্পদামে তার মুদির দোকানে বিক্রি করে আসছিল। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাবু/জেএম