‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি নবীনগর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলায় ১৬টি স্টলে সরকারি বিভিন্ন দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাতমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বাবু/জেএম