সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে চোরাই মালামালসহ চোর গ্রেফতার
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৫:৫৮ PM
কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হওয়ার দু’ঘন্টার মধ্যে প্রযুক্তির সহায়তায় লুন্ঠিত মালামালসহ চোর মো. জুবায়ের আহম্মেদ শুভ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১২টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক প্রেসব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ পুরিদর্শক আশিকুর রহমান। 

তিনি বলেন, গ্রেফতারকৃত শুভ গত মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার বি-ব্লক , ১নং রোডের মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া আনু ইসলামের বাসার ৪র্থ তলার পূর্ব পাশের ফ্লাটের সামনের দরজার তালা ভেঙ্গে রুমের ভিতর থেকে লাগেজে থাকা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা মালামাল আসবাবপত্র সর্বমোট ৩ লাখ ১২ হাজার ৫শ টাকা চুরি করে পালিয়ে যায়।

এঘটনায় ভুক্তভোগী আনু ইসলাম থানায় মামলা করলে। পরবর্তীতে কেরানীগঞ্জ সার্কেল অথিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির ও কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মামুন অর রশিদ এর নির্দেশনায়, এসআই (নিরস্ত্র) মো. মশিউর রহমানের  সঙ্গিয় এএসআই মোস্তাক আহম্মেদ, এএসআই আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানি এলাকায় অভিযান চালিয়ে।

ঘটনার সাথে জড়িত চোর মো. জুবায়ের আহম্মেদ শুভকে গ্রেফতার করে।  এবং ১ লাখ ৫০ হাজার টাকাসহ চোরাই অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আসামিকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত