রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বিকালে ইউনিয়নের আনন্দ বাজার মাঠে সম্মেলনের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার বাশারুল ইসলাম।
নবাবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সম্মেলনে সভাপত্বি করেন ইউনিয়ন শাখার সভাপতি হাফিজুর রহমান।
সম্মেলনে বক্তৃতা করেন, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এসানুল হাকিম সাধন,
সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আদনান সুমন, নবাবপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো আজিজ ইকবাল, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা আলমগীর, প্রমুখ। এসময় উপজেলা আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য আজকে এই সম্মেলনে করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আ.লীগকে ক্ষমতায় আনতে হবে। এর জন্য সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবন্ধ ভাবে নৌকার জন্য কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মানুষের দুয়ারে পৌছে দিতে হবে।
বক্তব্য শেষে ইউনিয়ন শাখার পুরাতন কমিটি বিলুপ্ত, সদস্য সংগ্রহ ও নবায়ন, করা হয়।
-বাবু/এ.এস