মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
কুড়িগ্রামে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৭:১১ PM
কুড়িগ্রামের রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের কররে পুলিশ অভিযুক্তকে বুধবার (১৬ নভেম্বর) গ্রেফতার করে। 

পরে বিকেলে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসে বসবাস করতেন। এ সুযোগে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের হজরত আলীর ছেলে জাকির হোসেন ওই গৃহবধূকে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হলে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কৌশলে ওই গৃহধূর ঘরে প্রবেশ করে জাকির হোসেন। এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন।

এ নিয়ে স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হয়। পরে পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে নির্যাতনের শিকার গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য থানা হেফাজতে নেয়। এরপরে মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলা দিলে বুধবার আসামিকে গ্রেফতার করে বিকেলে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার ঘটনার সততা স্বীকার করে জেলহাজতে প্রেরণ করার তথ্য নিশ্চিত করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত