গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রীপুর পৌর সভার ২নং সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জিয়াউল হকের (৩০) বাড়ি ময়মনসিংহের ফুলবারিয়া এলাকায়।
স্থানীয় লোকজন জানান, বেলা ১১টার দিকে জিয়াউল তার গাড়িতে মালামাল তুলছিলেন। কিছুক্ষণের মধ্যেই সেগুলো স্থানীয় দোকানে ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তার গাড়িটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/জেএম