নিলাম ডাককে কেন্দ্র করে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর কাস্টমসে হট্টগোল দেখা দেয়। নিলাম প্রক্রিয়া চলা অবস্থায় সেটি স্থগিত করে দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। ব্যবসায়িরা এ বিষয়ে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।
নিলামে অংশ নেওয়া কাউছার আহাম্মেদ নামে এক ব্যবসায়ী জানান, বিভিন্ন সময়ে জব্দ করা কসমেটিকস ও চকলেট নিলামের জন্য বুধবার দিন ধার্য্য করা হয়। নিলামে অংশ নিতে অর্ধশত ব্যবসায়ী আখাউড়া স্থলবন্দর কাস্টমস এলাকায় জড়ো হন। তবে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আশরাফ উদ্দিন যৌক্তিক কোনো কারণ না দেখিয়েই নিলাম ডাক স্থগিত ঘোষণা করেন। মূলত পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে কৌশলের অংশ হিসেবে নির্ধারিত সময়ে নিলাম ডাক দেননি।
তবে অভিযুক্ত আখাউড়া স্থলবন্দরের কাস্টমস এর ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আশরাফ উদ্দিন তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নিলাম ডাক স্থগিত ঘোষণা করা হয়। কাউকে নিলাম পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোটি সত্য নয়।
বাবু/জেএম