নাটোরের বড়াইগ্রামে স্বাস্থ্য সেবা তরান্বিত করার লক্ষে উপজেলা হেল্থ কমপ্লেক্সসহ ৭ টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা হেল্থ কমপ্লেক্স চত্বরে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে চিকিৎসা বিষয়ক দ্রব্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
দ্রব্যাদির মধ্যে উপজেলা হেল্থ কমপ্লেক্সে ৩টি কার্ডিয়াক মনিটর, ৩টি এসএসএ টলি, ৩টি মাল্টিপ্লাগ সকেট এবং কালিকাপুর, রয়নাভরট, সংগ্রামপুর, দ্বারীখৈর, মানিকপুর, পূর্ণকলস ও দিয়াড়গাড়ফা কমিউনিটি ক্লিনিকের প্রত্যেকটিতে ১টি অক্সিজেন সিলিন্ডার, ১টি টলি, ১টি ফ্লোমিটার দেয়া হয়।
গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম, বড়াইগ্রাম, নগর,জোনাইল, মাঝগাঁও, জোয়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে আব্দুল মমিন, মোস্তফা সামসুজ্জোহা, আবুল কালাম, আব্দুল আলীম, চাঁদ মাহমুদ, নাটোর জেলা পরিষদের সদস্যা হুমায়রা খাতুন রিয়া, সাবেক সদস্য আবুল কালাম জোযার্দার প্রমুখ।
বাবু/জেএম