বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা, নির্দিষ্ট পণ্যের মূল্যছাড়
আকাশ দিয়ে টেলিভিশন বিক্রি
অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টেলিভিশন
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩:৪৮ PM আপডেট: ১৮.১১.২০২২ ৪:২৬ PM
মরুর দেশ ‘কাতার’। প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের ছোট এ দেশটিতে শুরু হচ্ছে ফুটবলের রাজকীয় বিশ্ব আসর। চলতি বছরের ২০ নভেম্বর কাতারের দোহায়, স্বাগতিক কাতার বনাম ইকুয়েডর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বমঞ্চের। ইত্যেমধ্যে পছন্দের দলকে হট ফেভারিট রাখতে নানাধরনের কার্যক্রম করছে ফুটবল সমর্থকরা। চলছে একে-অপরের কথার লড়াই।

এ লড়াই শুধু দর্শকমাঠে নয়, পছন্দের প্রিয় দলটির ফুটবলের শৈল্পিক জাদু দেখতে টেলিভিশন (টিভি) কেনায় ভিড় বাড়ছে স্থানীয় শো-রুম গুলোতে। টেলিভিশনের বিক্রি বাড়াতে আকর্ষনীয় বিজ্ঞাপন প্রচার করছে দোকানিরা। ক্রেতাদের নজরকারা সব রকম কৌশল অবলম্বন করছে কোম্পানিগুলো। ফিফা বিশ্বকাপ কাতার ঘিরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শো-রুমগুলোতে দেশী বিদেশী ব্রান্ডের নির্দিষ্ট পণ্যের ওপর ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়া অফার চলছে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আকর্ষনীয় অফারে পণ্য ক্রয় করতে পেরে খুশী ক্রেতারাও।

খোঁজ নিয়ে জানা যায়, ফুটবলের বিশ্বমঞ্চ শুরুর এক মাস আগ থেকে টিভিতে বিশাল অফার নিয়ে ক্যাম্পেইন করছে মোবাইল জোন ও মোবাইল জোন ওয়ালটন শো-রুম। ইতোমধ্যে খেলা দেখার সকল সামগ্রী ক্রয় করছে ফুটবল সমর্থকরা। আড়াআড়ি বাজারে গ্রাহকসেবা নিশ্চিত এবং ব্রান্ডের সুখ্যাতি বজায় রাখতে কাজ করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ব্রান্ডের যাত চিনাতে সে লক্ষ্যে মাঠপর্যায়ে প্রচার চালাচ্ছে প্লাজা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।  এছাড়াও আকাশ ডিসসহ টিভি প্যাকেজ চালু রয়েছে। তবে এসব অফার লুফেনিতে ক্রেতাকে নগদ টাকায় পণ্য ক্রয় করতে হবে। অফার ছাড়াও যে কোন ব্রান্ডের নির্দিষ্ট পন্য কিস্তিতে নেয়ার সুযোগ রয়েছে।

যে ব্রান্ডে টিভিতে অফার চলছে, ওয়ালটন, মার্সেল, এলজি, ইকোপ্লাস, হামিম, নোভা ও ভিসতা টিভিতে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় অফার রয়েছে। ফুটবল প্রেমীরা বলছেন, সংকটময় সময়ে ইলেকট্রনিক্স থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বাজারে পন্যের দাম চড়া। এরমধ্যে সুলভমূল্যে টিভি ও টিভি ডিস প্যাকেজ অফারে পণ্য কিনতে পেরে খুশি। পছন্দের দলের খেলা দেখতে পারবো সপরিবারে। বিদেশি ব্রান্ডের তুলনায় দেশি ব্রান্ডকে এগিয়ে রেখে পটুয়াখালী ওয়ালটন প্লাজা প্রথম উর্ধ্বতন উপ-সহকারী পরিচালক মো. মাইনুল আলম জানান, ফুটবল বিশ্বকাপ ঘিরে ওয়ালটন টিভির বেশ চাহিদা রয়েছে বাজারে। যার কারণ, অত্যাধুনিক সবধরনের ফিচার যুক্ত রয়েছে ওয়ালটন টিভিতে। বিশ্বে ওয়ালটনই প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টেলিভিশন উদ্ভাবন করেছে। বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটন টিভিতে আর্কষনীয় ছাড় রয়েছে। আমরা আশা করছি প্লাজা থেকে অন্তত দুই হাজার পিচ ওয়ালটন টিভি বিক্রি হবে। এছাড়াও জেলার ৮ উপজেলায় ১৩০ টি ডিলার পয়েন্ট রয়েছে।

মোবাইল জোন স্বত্বাধিকারী আল-আসাদ বলেন, মোবাইল জোন গ্রাহকসেবা প্রদানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ফুটবল বিশ্বকাপের আনন্দ-উচ্ছ্বস স্বল্পায়ের মানুষদের মাঝে ভাগাভাগি করার লক্ষে অল্প বাজেট মধ্যে সেরা পণ্য দেয়ার উদ্যোগ নেয়া হয়। সে লক্ষে টিভিতে মূল্যছাড় ও টিভি এবং আকাশ ডিস এর প্যাকজ অফার চালু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিকস ব্রান্ড খেলাকে কেন্দ্র করে যেসব ছাড় দিয়ে থাকে, তা তাদের ব্যবসায়িক কৌশল। এর মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ দ্বারা বিক্রির প্রসার করে থাকেন তারা। তবে এমন ছাড় যদি সব সময়ই দেয়া হতো তা হলে ক্রেতারা সুবিধা ভোগ করতে পারতেন।’

তবে এমন ছাড় দেয়ার ব্যবসায়ীক কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তিনি বলেন, ‘এই ধারা অব্যাহত থাকুক। এর মাধ্যমে একটি সুস্থ বাজার পরিবেশ গড়ে উঠবে। প্রতিযোগিতার বাজারে কোম্পানিগুলো আরও সুলভ মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহ করবে।’ 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত