সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে হয়ে গেল বিশাল নৌকাবাইচ । এতে মেতে ওঠেন নানা বয়সী কয়েকশ দর্শনার্থী । ১৮ নভেম্বর বিকেলে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর উত্তর পাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে এ বাইচ অনুষ্ঠিত হয়।
খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে আসা চারটি নৌকার মধ্যে তিন রাউন্ড বাইচ প্রতিযোগিতা হয়। বাইচে প্রথম হয় গাবুরা হীরার তরী নৌকা, দ্বিতীয় পুঁইজালা জয় মা দুর্গা নৌকা, তৃতীয় পুঁইজালা সোনার তরী
নৌকাবাইচে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন নীলডুমুর ১৭-বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান, সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হুসাইন চৌধুরী ।
বাবু/জেএম