সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বিজয়নগরে মুকুন্দপুর মুক্তদিবস আজ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৫:৪৬ PM আপডেট: ১৯.১১.২০২২ ৭:৪৭ PM

আজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গ্রামে ১৯ নভেম্বর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে  মুকুন্দপুর গ্রামে এক তুমুল লড়াইয়ের পর শত্রুমুক্ত হয়।

১৯৭১ সালের আজকে এ দিনে মুকুন্দপুর ও তার আশপাশ এলাকা শত্রুমুক্ত হয়। মুকুন্দপুর যুদ্ধে ১৯ জন পাক সেনা নিহত হয়। যুদ্ধে  মুক্তিযোদ্ধাদের অসাধারণ রণকৌশলের কারণে এই এলাকায় যুদ্ধে মুক্তিযোদ্ধাদের তেমন কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। যা এধরণের অপারেশনের ক্ষেত্রে বিরল। যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর ১৮ রাজপুত ব্যাটালিয়ন সক্রিয় ভূমিকা পালন করেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এইচ এম ইরফান উদ্দিন আহম্মেদ জানান, দিবসটি উপলক্ষে আগামীকাল রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক পিএসির চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলি প্রমুখ। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত