সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বীর মুক্তিযোদ্ধা ধানের বীজতলা জমিতে রাতের আঁধারে মই দিয়ে ভাঙ্গায় থানায় অভিযোগ
আলী আজগর পনির
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৬:০৭ PM

নেত্রকোনার মদনে  বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের (৭০) এর ১ লক্ষ টাকার সরিষা ও বোরো ধানের বীজতলা জমি নষ্ট করে ৪৫ হাজার টাকার বাঁশের বেড়া চুরি করে নিয়ে যাওয়ায় আজ শনিবার (১৯ নভেম্বর) মদন থানায় লিখিত এক অভিযোগ দায়ের করেছেন, এলাকার ভূমিদস্যু প্রভাবশালী অভিযুক্তদের বিরুদ্ধে।

অভিযোগ  আলোকে জানা যায়, মদন উপজেলা গৌবিন্দশ্রী ইউনিয়নে গত ১৮ নভেম্বর রোজ শুক্রবার  দিবগত রাত  ১১টার  দিকে, এলাকার কিছু প্রভাবশালী ভূমিদস্যরা দলবদ্ধভাবে লাঠি শুটা নিয়ে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের পৈত্রিক জমিতে,  আক্রমণত্ব মনোভাব নিয়ে  সরিষার ও বোরো ধানের বীজতলা জমি মই দিয়া ভাঙ্গিয়া নষ্ট করে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমকে প্রাণনাশের হুমকি দেয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের পৈত্রিক জমিতে সরিষা ও বোরো ধানের বীজ ভুনে  ছিল এক লক্ষ টাকার। উক্ত জমির বীজতলা নষ্ট করে ৪৫ হাজার টাকার বাঁশের বেড়া চুরি করে নিয়ে যাওয়ায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে মদন থানায় এক লিখিত অভিযোগ আদায় করেন অভিযুক্ত ভূমিদস্যদের বিরুদ্ধে।

অভিযোগের আলোকে সরেজমিনে গেলে, এলাকাবাসীর সূত্রে জানা যায় ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের পৈত্রিক ও ক্রয়কৃত  অনাবাদি, পরিত্যক্ত জমিতে ৬০ থেকে ৭০ বছর ধরে এলাকার ছেলে - মেয়েরা  খেলাধুলা করতো এই অনাবাদি জমিতে। হঠাৎ করে জমি হালচাষ করে বীজতলা লাগানোর  কারণে এলাকার কিছু লোক এ ঘটনাটি ঘটিয়েছে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ  প্রতিনিধিকে জানান, বীজতলা জমি নষ্ট করায়,  বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিম বাদী অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত