রাজধানীর কেরানীগঞ্জে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ছ'টার দিকে উপজেলার মালঞ্চ মাঠে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শাক্তা ইউনিয়ন পরিষদের সদস্য মোখলেসুর রহমানের সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। এবং বিশেষ অতিথি শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনু, ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি কবির হোসেন, ইসলাম মেম্বার, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান, নারী নেত্রী পারুল বেগম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, নতুন করে যেন কোনো শিশু-কিশোর কিংবা উদ্বেলিত তরুণ-তরুণী মাদকের জালে জড়াতে না পারে, তারা যেন কৌতূহল কিংবা এক্সপেরিমেন্টেশন নিয়ন্ত্রণ করতে পারে, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং বন্ধু-বান্ধব নির্বাচনে যেন সজাগ থাকে, এ জন্য মাদকের পরিণতি সম্পর্কে
খোলামেলা আলোচনা করেন।
এ ছাড়া খেলাধুলাসহ শারীরিক ও মানসিক বিকাশের জন্য থানা ও ওয়ার্ড পর্যায়ে সৃজনশীল বিভিন্ন কর্মকান্ডের প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এখন থেকেই সব অভিভাবক তথা আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
-বাবু/এ.এস