শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সাতক্ষীরা সীমান্তেও রেড অ্যালার্ট জারি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:০২ PM আপডেট: ২১.১১.২০২২ ৬:১২ PM
দুই জঙ্গিকে ঢাকার আদালত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতক্ষীরা সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি।

সোমবার (২১ নভেম্বর) সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের কয়েক ধাপে যাচাই শেষে পারাপার করতে দেওয়া হচ্ছে। সাতক্ষীরা-৩৩ বিজিবি কর্মকর্তা মেজর রেজা আহমেদ বলেন, জঙ্গিদের ছবি সব বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

ভোমরা ইমিগ্রেশনের ইনচার্জ মাজরিহা হোসাইন বলেন, ছদ্মবেশে কোনো জঙ্গি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে এ জন্য ভারতগামী সব পাসপোর্টধারী যাত্রীদের কয়েক ধাপে যাচাই করা হচ্ছে।

দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন- নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটেশ্বর গ্রামে।

বাবু/ জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত