রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
রবিবার ১৭ আগস্ট ২০২৫
কলেজের সভাপতি নির্বাচনে চাপ প্রয়োগের অভিযোগ
নেছারাবাদ (পিরোজপুরে) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৬:০১ PM
নেছারাবাদে রাজবাড়ী ডিগ্রি কলেজে চেয়ারম্যানের ছেলেকে গভনিং বডির সভাপতি নির্বাচনে অধ্যক্ষকে হুমকি-ধামকি দিয়ে ভিসি বরাবর এক তরফা  নাম পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। কলেজের একাধিক শিক্ষকসহ কলেজটির প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দীন এ অভিযোগ করেছেন। তবে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেছেন, সভাপতি নির্বাচনে দু’তিনটি পক্ষ থাকে। তাই এ নিয়ে কলেজে একটু উত্তেজনা বিরাজ করছিল।

অভিযোগে জানা যায় কলেজ অফিসে সভাপতি নির্বাচনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে নাম পাঠানোর উদ্দেশ্যে সভা আহ্বান করা হয়। সভায় সকল নির্বাচিত সদস্য উপস্থিত হলে সভার কার্যক্রম শুরু হয়। এ সময় গুয়ারেখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রব সিকদার বহিরাগত দলবলে কলেজে প্রবেশ করে। কলেজে সভাপতি নির্বাচনে নিজের ছেলে পলাশ সিকদারকে সভাপতি নির্বাচিত করার জন্য অধ্যক্ষকে চাপ প্রয়োগ করেন। এতে কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিনসহ একাধিক সদস্য দ্বিমত পোষণ করেন। এতে চেয়ারম্যানের লোকজন নাসির উদ্দীনকে লাঞ্চিত করার চেষ্টা করে। এ সময় পুলিশ খবর পেয়ে কলেজে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য শেখ মহি উদ্দীন অভিযোগ করেন, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান আব্দুর রব সিকদার তার ছেলে পলাশ সিকাদারকে সভাপতি নির্বাচনের জন্য কলেজ অধ্যক্ষ প্রকাশ্য হুমকি দিয়ে ছেলের নাম লেখিয়ে নিয়েছেন। এ বিষয়ে জানার জন্য রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিনের কাছে গেলে তিনি অভিযোগ করে বলেন, উপজেলার গুয়ারেখা ইউনিয়নে একক প্রচেষ্টায় তিনি ৪টি প্রতিষ্ঠান গড়ে তোলেছেন। স্বনামধন্য ওইসব শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে দুর্বৃত্তের হাতে জিম্মি হয়ে পড়েছে।

লেখাপড়ার দিক থেকে প্রতিষ্ঠানগুলোর সুনাম গোটা উপজেলায় ছড়িয়ে পড়েছিল। আজ তা ভূলুন্ঠিত হচ্ছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোর্শেদ আলম বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে সামান্য হট্টগোল হয়েছিল। আমি মন্ত্রীর ডিও লেটার মোতাবেক নাম পাঠিয়েদিয়েছি। এসব অভিযোগ অস্বীকার করে গুয়ারেখা ইউপি চেয়ারম্যান আব্দুর রব সিকদার বলেন মন্ত্রী ডিও লেটার দিয়েছেন সেটাই কার্যকরি করতে হবে বলে আমি দাবি করেছি। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবীর মো. হোসেন বলেন, সমস্যার খবর পেয়ে সাথে সাথে পাটিকেলবাড়ি ফাড়ির পুলিশ পাঠিয়েছি। 

বাবু/জেএম




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত