বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ মিছিল
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৭:৩৩ PM
ব্রাক্ষণবাড়িয়ায় ছাত্রদলের সহ-সভাপতি নয়নকে গুলি করে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম মোক্তারপাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। পরে দাদামোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হেসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোল্লা দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পুলিশ দিয়ে হামলা, মামলা ও গুলি করে বিএনপির আন্দোলন স্তব্ধ করা যাবেনা। আন্দোলন স্ফুলিঙ্গের মত ছড়িয়ে পড়বে এবং এক দফার আন্দোলন আরো বেগবান হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত