ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্যসহ শতাধিক বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল পৌনে তিনটার দিকে শহরের রঘুনাথবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি ও পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নিহত এবং দুইদিন আগে শেরপুরের শ্রীবরদী উপজেলা তাঁতীদলের সমাবেশ শেষে ১৫ নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
বিকালে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসা থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ কর। এই ঘটনায় অন্তত ১০০ জন নেতাকর্মী আহত ও ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপির জেলা সভাপতি মাহমুদুল হক রুবেল দাবি করেছেন। পুলিশের বাড়াবাড়িতে এই ঘটনা ঘটেছে বলে এই নেতার অভিযোগ।
এদিকে সহকারী পুলিশ সুপার (সার্কেল) হান্নান মিয়ার দাবি, পুলিশ দায়িত্ব পালনের সময় কোনোরকম উসকানি ছাড়াই বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। আগে থেকেই পুলিশের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল, বিএনপি নাশকতা করতে পারে। পূর্ব নির্ধারিত নকশা মোতাবেক বিএনপি নাশকতা করতে চাইলে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার দাবি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার প্রস্ততি চলছে।
বাবু/জেএম