বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
রংপুরে দুই ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮:৫০ PM
রংপুরের মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ২টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেসার্স টিএমবি ব্রিকস ও মেসার্স এফআইএফ ব্রিকস নামের ২টি ইটভাটাকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নিবন্ধন না থাকায় ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দ্রুততম সময়ের মধ্যে রংপুর পরিবেশ অধিদপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রংপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশ সহায়তা করেছে। জেলার ইটভাটাগুলোতে অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত