বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবীতুল্য মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের আসাম রাজ্যের স্পিকার বিশ্বজিৎ দাইমারি। পাশাপাশি শেখ হাসিনার কাছ থেকে উপদেশ পেয়ে নিজের খুশির কথাও জানিয়েছেন রাজ্যটির ওই বিধায়ক।
চারদিনের বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে যাওয়ার সময় সাংবাদিকদেরকে দাইমারি বলেন, ‘শেখ হাসিনা জ্ঞানী মানুষ। আমাকে উপদেশ দিয়েছেন। বলেছেন আসামের যে কোনো সহযোগিতায় পাশে থাকবেন।’
শেখ হাসিনার প্রশংসা করে দাইমারি আরো বলেন, ‘তিনি অনেক সমস্যা মোকাবেলা করেছেন। দেশটাকে বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছেন। বাংলাদেশের ভালো একটা আর্থিক অবস্থা এনে দিয়েছেন। ওনি একজন দেবীতুল্য মানুষ।’
দাইমারি জানান, সফরকালে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় আসামের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়াতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে নতুন কয়েকটি সীমান্ত হাট খোলা হবে। বন্ধ হয়ে যাওয়ার হাটগুলো চালু করতে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য দু’দেশের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি জেলা প্রশাসক প্রণয় চাকমা ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) অংগ্যজাই মারমা আখাউড়া স্থলবন্দরে বিশ্বজিৎ দাইমারিসহ আসাম বিধানসভার ৩৫ সদস্যের দলটিকে বিদায় জানান। দলটি গত শনিবার আখাউড়ায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
-বাবু/এ.এস