সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক-কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে সলঙ্গার রাধানগর গ্রামের কোরিয়া বাংলা অ্যালুমিনিয়াম কারখানার সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী থানার আচুয়া সিএন্ডবি এলাকার মৃত মজিবুর শেখের ছেলে মো. জসিম বাদশা ওরফে বাদশা (২৫)। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাশেম সবুজ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকার তথ্য স্বীকার করেছে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম