নেত্রকোনার কেন্দুয়ায় বসতঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম শামীম মিয়া (২০)। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামের এখলাছ মিয়ার ছেলে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী হোসেন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে সকালে যুবক শামীমের ঝুলন্ত মরদেহটি বসতঘরের বারান্দা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে বলাইশিমুল ইউনিয়ন চেয়ারম্যান মো. ফজলুর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি, ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন পিপিএম সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেল। হয়তো রাতে কোন এক সে সময় বসতঘরের বারান্দায় ঝুলে পড়ে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার সকালে পরিবারের লোকজন বসতঘরের বারান্দায় থাকা কুড়োর সাথে গলায় দড়ি পেচানো অবস্থায় শামীমের মরদেহ ঝুলতে দেখেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বাবু/জেএম