রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বগুড়ায় যুবলীগের মিছিলে ককটেল হামলায় আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১২:০৫ AM আপডেট: ২৪.১১.২০২২ ১২:১১ AM

বগুড়ার আদমদীঘি সদরে যুবলীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছেন।


আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা শহরের পুরাতন সোনালী ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগ এ ঘটনায় বিএনপি ও জামায়াতকে দায়ী করে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে আদমদীঘি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পৌঁছামাত্র ওই মিছিল লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। ওই সময় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ছাত্রলীগ কর্মী মশিউর রহমান, বাপ্পী হোসেন, মিঠু হোসেন, রাসেল হোসেন ও জাফরান হোসেন আহত হন। তাদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ।


উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার বলেন, মিছিলে হামলার ঘটনার পর ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষুব্ধ কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা ওই কার্যালয়ের টেলিভিশন ও আসবাব ভাঙচুর করেছেন।

তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় তাৎক্ষণিক আওয়ামী লীগের আদমদীঘি দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা হয়।

সভায় বক্তব্য দেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা আরেফিন খানসহ অনেকে।


আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের মিছিলে হামলা চালানোর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দুটি অবিস্ফোরিত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত