হোটেল গ্রীণ প্যালেস, কেউ ডাকেন গরিবের হোটেল,কেউবা ডাকেন ভাই ভাই হোটেল। পাবনার সাঁথিয়া উপজেলার সিএন্ডবি বগুড়া বাসস্ট্যান্ডে অবস্থিত ভাই ভাই হোটেলটিতে প্রতি বৃহস্পতিবার গড়ে ১শ থেকে ২শ অসহায়, ভিক্ষুকদের বিনামূল্যে খাবার খাওয়ান হোটেল মালিক ছাচ্চু মিয়া।
মায়েকে দেওয়া কথা রাখতে নবী রাসূলের নামে ও আল্লাহ্র সন্তুষ্টির আশায় নিজের ব্যবসার একটি অংশ দিয়েই চালাচ্ছেন এই মেহমান খানা। এমন উদ্যোগে খুশি গরিব ক্ষুধার্থ মানুষ।
-বাবু/এ.এস