শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে আদালতের স্থগিতাদেশ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৯:০৭ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজলো বিএনপির ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনে স্থগিতাদেশ দিয়েছেন আদাত। আখাউড়া বিএনপির সাবেক সিনিয়রসহ ১০ জনের মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে বিজ্ঞ সহকারী জজ (আখাউড়া আদালত) এ আদেশ প্রদান করেন।

আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সম্মেলন আয়োজনে স্থগিতাদেশ ঘোষণা করা হয়েছে। আদেশে জেলা বিএনপির আহ্বায়কসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এবং আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। মামলার আইনজীবি এড. কাজী হাম্মাদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনজীবি ও বিএনপির নেতা সূত্রে জানা যায়, মামলার আরজিতে বলা হয়, আখাউড়া উপজেলা বিএনপির অধিকাংশ সিনিয়র নেতাকে বাদ রেখে ঘোষিত সম্মেলনের ভোটার তালিকা করা হয়েছে। এ অবৈধ ভোটার তালিকা বাতিল, বাদপড়া সকল সিনিয়র নেতৃতৃবন্দকে ভোটার তালিকায় অন্তভুর্ক্ত করে নতুন সম্মেলনের তারিখ ঘোষণার করতে মামলাতে আরজি জানানো হয়। 

এদিকে একই দিন অপর একটি আদালতে মামলার প্রেক্ষিতে কসবা উপজেলা বিএনপির সম্মেলনের উপরও স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত এ আদেশ দেন। কসবার পক্ষে বাদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন। জানতে চাইলে আইনজীবি এড. কাজী হাম্মাদুল ওয়াদুদ বলেন, বিজ্ঞ আদালত আমাদের আরজি শুনে সম্মেলনের কার্যক্রম স্থগিত করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত