রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে ৪ নিহতের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৭:৫৭ PM

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান  তহবিল হতে শ্রীমঙ্গলে ভূমি ধসে নিহত ৪ নারী চা-শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় লাখাইছড়া চা-বাগান নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।

চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

অনুষ্ঠানে জাতীয় সংসদের  অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নিহতদের পরিবারের মাঝে চেক বিতরন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ছালিক আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার  প্রমুখ। 

প্রসঙ্গত: গত ১৯ আগস্ট লাখাইছড়া চা বাগানের টিলার মাটি ধসে পড়লে ৪ নারী চা শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হন। এরা হলো- হীরা ভূমিজ, রিনা ভুমিজ, পূর্নিমা ভূমিজ ও রাধা মাহালি।

আজ শুক্রবার এদের প্রত্যেক পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে  ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত