মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বিএনপির সময় বাংলাদেশ ছিল অন্ধকারেঃ আইনমন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৮:৪৬ PM

বিএনপির সময় বাংলাদেশ ছিল অন্ধকারে। আর আজকে সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে গেছে। বিএনপি ২৬ বছর আমাদের অন্ধকারে রেখেছিল। আবারও অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে'বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর এলাকায় দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি আর যেন ষড়যন্ত্র না করতে পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আনিসুল হক আরও বলেন, 'যদি কোনোদিন তাদের ষড়যন্ত্র সফল হয়, তাহলে তারা এই দেশটাকে বিরান করে ফেলবে।

আইনমন্ত্রী বলেন,বিএনপির লোকেরা বলেন, রিজার্ভ অনেক কমে গেছে। আপনাদের মাধ্যমে উনাদের মনে করিয়ে দিতে হয়, উনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় দেশটাকে এমন ধ্বংস করেছিলেন যে, দেশের রিজার্ভ ছিল ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। শেখ হাসিনার নেতৃত্বে ১০ বছরে সরকার বাংলাদেশের রিজার্ভ করেছিল ৪৮ বিলিয়ন ডলার। তারা ২৬ বছর শাসন করে দেশটাকে বিরান করে দিয়েছেন। আর শেখ হাসিনা সারাবিশ্বের কাছে দেশকে পরিচয় করিয়েছেন উন্নয়নের রোল মডেল হিসেবে।'

বিএনপির লোকেরা সবসময় পরনির্ভরশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, 'তারা কথায় কথায় বিভিন্ন দূতাবাসে চলে যায়, পাকিস্তানের হুংকার দেয়। আমরা যে জনগণের সেবা করি, সেটা বিএনপির পছন্দ না, তাদের কথা হচ্ছে- আপনাদের নামে ভিক্ষা আনবে, ভিক্ষা এনে তারা লুটপাট করবে আর আপনাদের ওপর অত্যাচার করবে। এটাই হচ্ছে বিএনপির নিয়ম। আমরা সেই নিয়মে বিশ্বাস করি না।'

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন এবং কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ উল আলম প্রমুখ।

উল্লেখ্য, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক একটি ব্যতিক্রমী আশ্রয়ণ প্রকল্প। কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর নামক স্থানে ভূমি ও গৃহহীন ৪০৩ পরিবারের জন্য এখানে ঘর নির্মাণ করা হয়েছে। ১২ দশমিক ৩৫ একর জমির ওপর নির্মিত এ আশ্রয়ণ প্রকল্পে বিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ, মন্দির, বাজার, পুকুর, কবরস্থান, গভীর নলকূপ ও বিদ্যুতের ব্যবস্থা থাকবে। একসঙ্গে এত সুযোগ-সুবিধা বাংলাদেশের অন্য কোনো আশ্রয়ণ প্রকল্পে নেই।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত