ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের এক শিশু নিখোঁজের তিন ঘন্টা পর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকার মাসুম মিয়ার বাড়ির টিউবওয়েলের পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় আবু বকর সিদ্দিক (৫) মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির লোকজন পার্শবর্তী মাসু মিয়ার বাড়ির টিউবওয়লের পাশে রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে তা খুললে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তবন্দি দেখতে পায়। পরে তারা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তের দাগ পাওয়ায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটির গভীর তদন্ত চলছে। ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত রহস্য উদঘাটন করে আইনের আওতায় আনা হবে। এদিকে আজ সকালে নিহতের পরিবার ও এলাকাবাসী শিশু হত্যাকারীদের ফাঁসি চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন।
বাবু/জেএম