ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জের আবদুল্লাপুরে ৮৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাভার, পটুয়াখালী ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোহাগ মাঝি, মো. দেলোয়ার, মো. জয়নাল হোসেন, মো. সোহেল, মো. জনি এবং মো. আজিজ। গোয়েন্দা প্রধান বলেন, গ্রেপ্তারকৃতরা গত ১৩ নভেম্বর দুপুরে ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িগাঁও বাজারস্থ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে ব্যাগে করে নগদ ৮৫ লাখ টাকা নিয়ে পিকআপ যোগে আব্দুল্লাপুরে সাউথ ইস্ট ব্যাংকের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাত কেরামত আলীর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস এবং মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন। এরই সুত্র ধরে গত শুক্রবার (২৫ নভেম্বর) সাভার থানার কাউন্দিয়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে পরে পটুয়াখালী সদর এলাকা থেকে এক ডাকাতকে ১৯ হাজার টাকাসহ এবং ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ আরও এক ডাকাতকে ১ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
সাংবাদিকদের প্রশ্নে গোয়েন্দা প্রধান আরও বলেন, প্রতারক চক্র থেকে রক্ষা পেতে হলে তারা আসলেই ডিবি বা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিনা তা যথাযথভাবে যাচাই করতে হবে। ডিবি পুলিশ এখন নির্দিষ্ট পোশাক পরে অভিযান পরিচালনা করছে। নির্দিষ্ট কোড নম্বরও আছে বলেও তিনি নিশ্চিত করেন।
সোহাগ খান, কেরানীগঞ্জ
ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জের আবদুল্লাপুরে ৮৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাভার, পটুয়াখালী ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোহাগ মাঝি, মো. দেলোয়ার, মো. জয়নাল হোসেন, মো. সোহেল, মো. জনি এবং মো. আজিজ। গোয়েন্দা প্রধান বলেন, গ্রেপ্তারকৃতরা গত ১৩ নভেম্বর দুপুরে ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িগাঁও বাজারস্থ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে ব্যাগে করে নগদ ৮৫ লাখ টাকা নিয়ে পিকআপ যোগে আব্দুল্লাপুরে সাউথ ইস্ট ব্যাংকের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাত কেরামত আলীর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস এবং মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন। এরই সুত্র ধরে গত শুক্রবার (২৫ নভেম্বর) সাভার থানার কাউন্দিয়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে পরে পটুয়াখালী সদর এলাকা থেকে এক ডাকাতকে ১৯ হাজার টাকাসহ এবং ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ আরও এক ডাকাতকে ১ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
সাংবাদিকদের প্রশ্নে গোয়েন্দা প্রধান আরও বলেন, প্রতারক চক্র থেকে রক্ষা পেতে হলে তারা আসলেই ডিবি বা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিনা তা যথাযথভাবে যাচাই করতে হবে। ডিবি পুলিশ এখন নির্দিষ্ট পোশাক পরে অভিযান পরিচালনা করছে। নির্দিষ্ট কোড নম্বরও আছে বলেও তিনি নিশ্চিত করেন।
বাবু/জেএম