‘দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত-অনাবাদি রাখা যাবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের ও উপজেলা কৃষি কার্যালয়ের যৌথ আয়োজনে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম এই সমাবেশের আয়োজন করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষিকর্তা মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত উপ পরিচালক (কৃষি) মুন্সী তোফায়েল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আবু হানিফ, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান, আব্দুল জব্বার প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও গনমাধ্যমকর্মী সহ উপজেলার শতাধিক কৃষক- উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যের পরে কৃষক মনসুর আলী বলেন, আমি পাকশিমুল এলাকার একজন সফল কৃষক। আমি সামান্য কৃষি লোনের বিভিন্ন ব্যাংকে ঘুরেও কোন লোন পাইনি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সহজ সর্তে লোন পাওয়ার কথা। অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫শত জন কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
বাবু/জেএম