শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭:১১ PM
চাঁপাইনবাবগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় এলএসডি গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন।

জেলা প্রশাসক বলেন, লাইসেন্স ছাড়া কোন ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ধান-চাল কিনে মজুদ করে রাখলে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ’র উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু এরশাদ, জেলা চালকল মালিক গ্রুপের সদস্য মো. আকবর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ২হাজার ১১৫ মেট্রিক টন ধান ও ১১ হাজার ৩৪৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা শুরু হয়েছে। এ বছর সরকার প্রতি কেজি চাল ৪২ টাকা এবং প্রতি কেজি ধান ২৮ টাকা দরে কিনছে। “কৃষক অ্যাপস” এর মাধ্যমে ধান কৃষক এবং অ্যাপসের মাধ্যমে চাল মিল মালিকদের কাছ থেকে ক্রয় করা হচ্ছে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত