শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
এর নামও সরকারি কলেজ!
সোনাইমুড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮:৫৪ PM
সোনাইমুড়ী সরকারি কলেজে শিক্ষার সব অনুষঙ্গই এখন লাটে বলা যায়। আধুনিক শিক্ষা ব্যবস্থার কোন কিছুই এখানে নেই। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষক যেমন নেই, বিষয়ভিত্তিক শিক্ষক নেই, তেমনী প্রয়োজনীয় ক্লাসরুম সহ আরো অনেক সংকট মাথায় নিয়ে কোন মতে চলছে সোনাইমুড়ী সরকারি কলেজ।  

১৯৭০ সালে প্রতিষ্ঠা লাভ করে এলাকায় লিড পজিশনে থাকা এই কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম সাময়িকী পরীক্ষায় তিন গ্রুপে প্রায় ৮৬৬ জন পরীক্ষা দিয়ে মানবিকে ২৪ জন, বিজ্ঞান বিভাগে ১৪ জন ও ব্যবসায় শাখা মাত্র ১ জন উত্তীর্ণ হয়। প্রতিষ্ঠার দিক থেকে সমগ্র নোয়াখালীতে ৪ নম্বরে থাকা একটি কলেজের বর্তমান অবস্থা এমনই লজ্জাকর।  

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষক স্বল্পতায় শিক্ষাক্রম ব্যাহত হচ্ছে। সাবজেক্ট কম থাকায় অন্য কলেজগুলো থেকে শিক্ষার্থীরা এখানে আসতে পারছে না। শিক্ষক মিসেস সাবরিনা ছুটিতে থাকা অবস্থায় ওনার অনুপস্থিতি পূরণ করা হয়নি। ইংরেজী শিক্ষক রুহুল আমিন ও ফিন্যান্স এর শিক্ষক শাহরিয়ার এর পরিবর্তে নতুন করে কাউকে নিয়োগ দেয়া হয়নি। কলেজে বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন অধ্যক্ষ ১, উপাধ্যক্ষ ১, শিক্ষক (উচ্চ মাধ্যমিক ও স্নাতকসহ) ১৭, প্রদর্শক ১, লাইব্রেরিয়ান ১, ক্রীড়া শিক্ষক ১ জন। 

শিক্ষক নেই ইংরেজি ১, গণিত ১, সমাজকর্ম ১, পৌরনীতি ১, উৎপাদন ১, ফিন্যান্স ১, রসায়ন,  গণিত ও জীববিদ্যা প্রদর্শক ২, সহকারী লাইব্রেরিয়ান ১ জন। এতে স্পষ্ট যে, অংক, উৎপাদন ব্যবস্থাপনা, ফিন্যান্স, ইংরেজি, সমাজকর্ম ও পৌরনীতির মতো বিষয় গুলোকে শিক্ষক স্বল্পতা রয়েছে। জানা যায়, কলেজে অর্থের কোন সংকট না থাকলেও শিক্ষক নিয়োগ না করে ছাত্র-ছাত্রীদের পাঠদান থেকে বঞ্চিত করা হচ্ছে।  সরকারীভাবে শিক্ষক নিয়োগ দেয়া না হলেও প্রিন্সিপাল তাঁর ক্ষমতাবলে অস্থায়ীভাবে নিয়োগ দিতে পারেন কিন্তু তিনি রহস্যজনক কারণে এতে আগ্রহী নন। কলেজে ডিগ্রির ক্লাস গুরুত্বহীন অবস্থায় আছে ও বিএ ও বিএসসি নেই। শুধুমাত্র কক্ষ স্বল্পতার জন্য ডিগ্রির ক্লাস কমিয়ে আনা হয়েছে। 

প্রায় ৩০০ উপরে ছাত্র-ছাত্রী নিয়ে পরিচালিত হয় ক্লাস অথচ যেখানে কোন ভালো সাউন্ড সিস্টেম  নেই। ফলে ছাত্র-ছাত্রীরা শিক্ষকের কথা উপলব্দি করতে পারে না। মাত্র ৮টি ক্লাস রুম নিয়েই ক্লাস কার্যক্রম পরিচালিত হয়। ৪টি বড় শ্রেণিকক্ষে মাত্র ১টি সাউন্ড বক্স আছে। এছাড়া প্রায় ২৫০০ ছাত্র-ছাত্রী থাকলেও তাদের ক্লাস করার জন্য মাত্র ২৫০-৩০০ জোড়া বেঞ্চ রয়েছে। উপজেলার সমপর্যায়ের সকল প্রতিষ্ঠানে অনেক সুসজ্জিত আধুনিক ভবন থাকলেও সোনাইমুড়ী কলেজে ঝরাজীর্ণ পুরাতন ভবনে চলছে কার্যক্রম।

দেখা যায়, জয়াগ মহা বিদ্যালয়, নান্দীয়া পাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন কলেজের তুলনায় শিক্ষক এবং বিষয় অনেক কম রয়েছে সোনাইমুড়ি কলেজে।  অন্যদিকে উপজেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত খলিলুর রহমান ডিগ্রী কলেজে রয়েছে পর্যাপ্ত শিক্ষক। এসব ক্ষেত্রে পিছিয়ে সোনাইমুড়ী কলেজ। এই রিপোর্টে নির্দিষ্টভাবে কোন ব্যক্তির বিষয় উল্লেখ না থাকায় আমরা কারো বক্তব্য নেয়ার প্রয়োজনবোধ করিনি। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত