রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
রহনপুরের আন্তঃজেলা মোটরবাইক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মুঃ শফিকুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৯:০৫ PM

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের সোনালী অতীত ফিরিয়ে আনতে আন্তঃজেলা মোটরবাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উদ্বোধনী খেলায় নাটোর জেলা ফুটবলদল বনাম গাইবান্ধা জেলা ফুটবল দল অংশ নেন। নির্ধারীত খেলায় উভয়দল ১-১ গোলে ড্র করেন। পরে ট্রাইব্রেকারে গাইবান্ধা জেলা ফুটবল দল ৪-৩গোলে নাটোর ফুটবল দলকে পরাজিত করেন।

গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও আসমা খাতুন উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, অপর সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম,  রহহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা  নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ২০-২১ মানবতার সেবায় রহনপুর সংগঠনের সভাপতি ও কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাকির বিশ্বাস, সহসভাপতি জাহাঙ্গীর কবির, অনুষ্ঠানে ধারা ভাষ্যকার ছিলেন সারওয়ার জাহান সুমন  সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পর্যারের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরা।

উল্লেখ্য, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ২০-২১ মানবতার সেবায় রহনপুর সংগঠনের সহযোগিতার এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশ নিচ্ছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত