বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ ৯ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত!
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১০:০৭ PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিনহাজ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণী আহত হয়েছেন। গুরুতর আহত তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার এসআই মো. বিল্লাল হোসেন জানান, নিহত মিনহাজ ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের মিজানুর রহমানের ছেলে। তিনি ও অজ্ঞাত তরুণী ঢাকা থেকে  মাওয়ার দিকে ঘুরতে যাচ্ছিলো।পথিমধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়ায় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। মিনহাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহতের বন্ধুদের থেকে জানা যায়, অজ্ঞাত তরুণীর বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত