নরসিংদীতে শরীফা আক্তার সৌরভী (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে নরসিংদী পৌর এলাকার ব্যাংক কলোনি এলাকায় লাবুনির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সৌরভী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর লক্ষ্মীপুর মুন্সি পাড়া মহল্লার মৃত সোহেল মিয়ার মেয়ে।
গতকাল শনিবার দুপুরে লাবুনির বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণী। রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকে লাবুনি ও তার স্বামী বাহাদুর মিয়া পলাতক রয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |