বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ভোমরা বন্দরে ভারতের অংশে কাভার্ডভ্যানের ধাক্কায় বাংলাদেশি নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৪:০৪ PM আপডেট: ০৫.১২.২০২২ ৪:০৮ PM
ভ্রমণ শেষে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আশুতোষ গাইন (২৪) নামে এক বাংলাদেশি যাত্রীর নিহত হয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘোজাডাঙ্গার ইছামতী পার্কিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশুতোষ গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরির্শক মাজরিয়া হোসেন  জানান, আশুতোষ গাইন গত ৭ সেপ্টেম্বর ভোমরা বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যান। রোববার বিকেলে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে ঘোজাডাঙ্গার ইছামতী পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত একটি কাভার্ডভ্যান তাকেসহ দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আশুতোষের মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশুতোষের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত