রাজধানীর ভাষানটেক এলাকা থেকে ৮৩৪ ক্যান বিদেশি বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
মাজহারুল ইসলাম জানান, র্যাব-৪ খুন, সোমবার সকাল সাড়ে ১০টায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৮৩৪টি বিয়ার ক্যানসহ মো. রবি নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। তার বাড়ি কিশোরগঞ্জে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়—তিনি বেশ কিছুদিন যাবৎ অবৈধ বিদেশি মদ ও বিয়ার রাজধানীসহ নিকটবর্তী এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বাবু/জেএম