পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগ অফিস ভাংচুর ও ককটেল বিস্ফেরণ ঘটানোর অভিযোগে দেড় শতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মমলা দায়ের করা হয়েছে। শহরের ব্যাংকপাড়াস্থ আওয়ামী লীগের একাংশের অফিসে শনিবার গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে রবিবার রাতে পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে.এম হুমায়ুন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০১ জনকে এজাহার নামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম বাবুলকেও আসামি করা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, শনিবার দিনগত গভীর রাতে আওয়ামী লীগ নেতা কর্মীরা বিশ্বকাপ ফুটবল খেলা দেখে শেষ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বিএনপি নেতা কর্মীরা আসামীরা লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সস্ত্রসহ শহরের ব্যাংকপাড়াস্থ আওয়ামী লীগ অফিসের সম্মুখে এসে নেতাকর্মীদের ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে অফিসের টিনের বেড়া ও জানালার গ্লাস ক্ষতি হয়। পরে আসামীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করে ।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল মামলাটি মিথ্যা ও গায়েবী দাবি করে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র মহা সমাবেশে নেতা-কর্মিদের অংশগ্রহেণে বাধা দিতে এ মামলাটি করা হয়েছে। এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবেনা। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
বাবু/জেএম