সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
সোনাগাজীর ইউএনও কে অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা
সোনাগাজী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৫:৫৯ PM আপডেট: ০৫.১২.২০২২ ৬:০২ PM
সোনাগাজীর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মনজুরুল হক কে সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিদায়ী সংবর্ধনা দিয়েছে অসিসার্স ক্লাব। অফিসার্স ক্লাবের সম্পাদক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস জোবেদা নাহার মিলি, সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, মৎস্য অফিসার তূর্য্য সাহা, আনসার বিভিপি অফিসার রাবেয়া পারভিন, মহিলা বিষয়ক অফিসার নার্গিস আক্তার প্রমুখ।

উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে সোনাগাজীর ইউএনও এস.এম মনজুরুল হক কে ঢাকা স্থানীয় সরকার মন্ত্রনালয়ের একটি দপ্তরে উপ-পরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে। তিনি বিগত ৩১মার্চ তিনি সোনাগাজীতে যোগদান করেছিলেন, এর আগে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত