দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশুর মা জুলেখা খাতুনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ (৬ ডিসেম্বর) মঙ্গলবার।
দিনটি উপলক্ষে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনগরে মরহুমার ছেলে সাংবাদিক মহিউদ্দিন মিশুর বাস ভবন জে আলী ভিলেজ প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মহিউদ্দিন মিশুর মমতাময়ী মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যেন জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জুলেখা খাতুন ২০০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
-বাবু/এ.এস