শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
আখাউড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৪:৩৩ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।

নিহত ওই যুবক পৌর শহরের রাধানগর সাহা পাড়া এলাকার পল্টু রায়ের ছেলে অন্তর রায় (২২)। সে গতবছর উপজেলার দরুইন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিল।

স্ট্যাটাসে অন্তর রায় লিখেন- ‘জীবনটা অনেক সুন্দরভাবে গোছাতে চাইছিলাম। কিন্তু মনের মানুষকে না পাওয়া, আপন মানুষগুলোর ভুল বোঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা সবকিছু মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা -বাবা, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ, ভাই-বোন, আত্মীয়-স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে মাফ করে দেবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিলো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের খাবার শেষে তার রুমে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ঘুম থেকে জেগে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে ধাক্কা দিয়ে দরজা খোলে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন ধারনা করা হচ্ছে প্রেম সংক্রান্ত কারনে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে অন্তর। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত কারন জেনে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত