শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায় ওয়ার্ড কল্যাণ ও গ্রাম কল্যাণ স্বেচ্ছাসেবকদের মধ্যে কিট বক্স বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৯ ইউনিয়নের ২০ জন নারী স্বেচ্ছাসেবকদের মধ্যে এসব কিট বক্স বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর আয়োজনে নারী স্বেচ্ছাসেবকদের মাঝে এসব কিট বক্স বিতরণ করা হয়।
বাবু/জেএম