সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৯:০১ PM
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ক্যারিয়ার গঠনে মাদক বিরোধী সামাজিক অবস্থান, মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজানের সভাপতিত্বে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাহার উদ্দিন এর পরিচালনায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা মুনসুর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত