রাজবাড়ী বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও (ভারঃ) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান (ভার) মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, জংগল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু প্রমুখ।
আলোচনা শেষে ৫জনকে বিভিন্ন বিভাগে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
-বাবু/এ.এস